Kolkata Metro | কবে খুলবে কবি সুভাষ মেট্রোর গেট? বিবৃতি দিলো কলকাতা মেট্রো কর্তৃপক্ষ

বুধবার বিজ্ঞপ্তি জারি করে দিনক্ষণ জানাল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
ওভারগ্রাউন্ড স্টেশন ও অতিরিক্ত বৃষ্টির জেরে কবি সুভাষ মেট্রো স্টেশনের আপ লাইনে ৪টি পিলারে ধরল ফাটল। এর জেরে গত ২৮ জুলাই দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে কবি সুভাষ মেট্রো স্টেশনে যাত্রী পরিষেবা সম্পূর্ণ বন্ধ রয়েছে। আপাতত শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম মেট্রো পরিষেবা চালু রয়েছে। বুধবার বিজ্ঞপ্তি জারি করে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানাল, সম্পূর্ণ মেট্রো স্টেশনটি সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সময় লাগবে ৯ মাস। তারপরই জনসাধারণের জন্যে খুলে দেওয়া হবে স্টেশনটি।