Shubhanshu Shukla | আজই 'ঘরে’র উদ্দেশ্যে রওনা! কখন ও কীভাবে পৃথিবীতে ফিরবেন শুভাংশু শুক্লারা?

Monday, July 14 2025, 10:56 am
highlightKey Highlights

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে টানা ১৪দিন থাকার পর অবশেষে 'ঘরে' ফিরতে চলেছেন শুভাংশু শুক্লা ও তাঁর সঙ্গীরা।


আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে টানা ১৪দিন থাকার পর অবশেষে 'ঘরে' ফিরতে চলেছেন শুভাংশু শুক্লা ও তাঁর সঙ্গীরা। সোমবার পৃথিবীর উদ্দেশে রওনা দিচ্ছেন তাঁরা। সব ঠিক থাকলে অ্যাক্সিয়ম৪ অভিযানের ‘আনডকিং’ প্রক্রিয়া শুরু হবে ভারতীয় সময় আজ বিকেল ৪টে বেজে ৩৫ মিনিটে। এরপর প্রশান্ত মহাসাগরে ক্যাপসুল নামতে সময় লাগবে সময় লাগবে ২২ ঘণ্টা ৫ মিনিট। অর্থাৎ শুভাংশুরা পৌঁছবেন ভারতীয় সময়ে ১৫ জুলাই দুপুর ৩টে বেজে ১ মিনিটে। নাসা সূত্রে খবর, যে ‘ড্র্যাগন’ মহাকাশযানে চড়ে শুভাংশুরা ISS এ গিয়েছিলেন, তাতে চড়েই তারা পৃথিবীতে ফিরবেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File