টেকনোলজি প্রবল চাপে পিছু হটল হোয়াটসঅ্যাপ! তিন মাস স্থগিত প্রাইভেসি পলিসি, বন্ধ হবে না কোনও অ্যাকাউন্ট
জনপ্রিয় মেসেজিং সংস্থার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল এক্ষুনি বন্ধ হবে না কোনও অ্যাকাউন্ট। ব্যক্তি পরিসর ও তথ্য সুরক্ষিত থাকার আশঙ্কা তৈরি হওয়ায় প্রবল চাপের মুখে পড়েছিল হোয়াটসঅ্যাপ, সেই জায়গা থেকেই তাদের পিছু হঠা কি না প্রশ্ন উঠছে। সম্প্রতি হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে তাদের নতুন প্রাইভেসি পলিসি সামনে আসার পর থেকেই শুরু হয় প্রবল বিতর্ক। ফেসবুকের অধিগৃহিত মেসেজিং অ্যাপটির নতুন প্রাইভেসি পলিসিতে অনুযায়ী, ফেসবুকের সঙ্গে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সমস্ত তথ্য ভাগ করে নেওয়ার কথাই জানানো হয়। আর যার পর থেকেই প্রশ্ন উঠে যায় এন্ড-টু-এন্ড এনক্রিপশন নিয়ে। ব্যক্তি তথ্য তাহলে আর কতটা সুরক্ষিত থাকবে সে নিয়ে তৈরি হয় আশঙ্কা।