প্রযুক্তি

বন্ধ হতে পারে হোয়াটস্যাপ পরিষেবা! পরিষেবা চালু রাখতে অপারেটিং সিস্টেম ও আইওএসগুলি আপডেট করাতে হবে।

বন্ধ হতে পারে হোয়াটস্যাপ পরিষেবা! পরিষেবা চালু রাখতে অপারেটিং সিস্টেম ও আইওএসগুলি আপডেট করাতে হবে।
Key Highlights

হোয়াটসঅ্যাপ জানাচ্ছে, চলতি বছরে শেষ থেকে বেশকিছু অ্যান্ডড্রয়েড ও আই-ফোনে কাজ করবে না এই মেসেঞ্জার অ্যাপটি। যে সমস্ত অ্যান্ডড্রয়েড ফোনের অপারেটিং সিস্টেম ৪.০৩ এবং আইফোনের আইওএস ৯-এর নিচে, সেই সমস্ত ফোনে আর কাজ করবে না হোয়াটস্যাপ। বেশিরভাগ ফোনের অপারেটিং সিস্টেমই এর চেয়ে উপরে। তবে অনেকেই তাঁদের ফোন আপডেট করেন না। টেকস্যাভিরা বলছেন, বেশকিছু অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপ আপডেট করা যায়নি। তার মধ্যে রয়েছে এইচটিসি ডিজায়ার, এলজি অপটিমাস, মোটরওয়ালা ড্রয়েড রেজার, স্যামসং গ্যালাক্সি এসটু। এদিকে আইফোস ফোরএস, আইফোস ফাইভ, আইফোন ফাইভএস, আইফোন সিক্স ও আইফোন সিক্স এস ব্যবহারকারীদের ফোন আপডেট করানোর প্রয়োজন রয়েছে।