রাজ্যরাজ্যে কবে থেকে চলবে লোকাল ট্রেন? কি জানালেন মুখ্যমন্ত্রী?
রাজ্যে এখন জারি আছে কার্যত লকডাউন এবং গত ৬ই মে থেকে রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলায় লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়। সম্প্রতি গত কয়েকদিন ধরে শিয়ালদহ দক্ষিণ শাখায় লোকাল ট্রেন চালানোর দাবিতে সাধারণ মানুষ রেল অবরোধ করেন, এমনকি পুলিশের গাড়িও ভাঙচুর করেন। আজ বিকেলে সাংবাদিক বৈঠকে এবিষয়ে মাননীয়া মুখ্যমন্ত্রী জানিয়েছেন, লোকাল ট্রেন বন্ধ থাকার কারণে রাজ্যে পণ্য সরবরাহে কোনো অসুবিধে হচ্ছে না। তিনি বলেছেন, ‘‘এখন এ সব প্রশ্ন করবেন না। আগে করোনা পরিস্থিতি সামলাতে দিন। এখনই ট্রেন চালালে করোনা সংক্রমণ বেড়ে যেতে পারে।’’