Saraswati Puja 2025 | সরস্বতী পুজোয় মাস্ট হলুদ শাড়ি-পাঞ্জাবি! কেন এদিন হলুদ রঙের জামা পরা হয় জানেন?

Monday, February 3 2025, 4:41 am
highlightKey Highlights

বাস্তুমতে হলুদ যা বাসন্তী রং হিসেবেও পরিচিত, তার বিশেষ গুরুত্ব রয়েছে।


বসন্ত পঞ্চমী ও সরস্বতী পূজায় হলুদ রঙের বিশেষ তাৎপর্য রয়েছে। হলুদ, বসন্তের রং, নতুন সূচনার প্রতীক, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে। এই দিনে সকলেই হলুদ পোশাক পরেন, কারণ এটি দেবী সরস্বতীর পছন্দের রং এবং বাস্তুশাস্ত্র অনুযায়ী শুভ। ছোটো থেকে বড়ো সকলেই হলুদ শাড়ি, পাঞ্জাবি পরে উৎসব উদযাপন করে, এক উজ্জ্বল আভা নিয়ে। পলাশ ফুল ও হলুদ পূজার অবিচ্ছেদ্য অংশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File