Narendra Modi | ২০২৪ সালে কী কী আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত হলেন প্রধানমন্ত্রী মোদি?

Monday, December 23 2024, 5:14 am
Narendra Modi | ২০২৪ সালে কী কী আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত হলেন প্রধানমন্ত্রী মোদি?
highlightKey Highlights

রবিবার কুয়েতের সর্বোচ্চ সম্মান 'দ্য অর্ডার অফ মুবারক আল কবীর' দ্বারা ভূষিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


রবিবার কুয়েতের সর্বোচ্চ সম্মান 'দ্য অর্ডার অফ মুবারক আল কবীর' দ্বারা ভূষিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই পুরস্কার নিয়ে ২০তম আন্তর্জাতিক সম্মান পেলেন প্রধানমন্ত্রী মোদি। যার মধ্যে কেবল ২০২৪ সালেই তিনি পেয়েছেন: বার্বাডোজের অনারারি অর্ডার অফ ফ্রিডম পুরস্কার, গুয়ানার অর্ডার অফ এক্সিলেন্স পুরস্কার, ডোমিনিকা অ্যাওয়ার্ড অফ অনার ২০২৪, গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য নাইজার (২০২৪), অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রিউ (রাশিয়া ২০২৪) এবং অর্ডার অফ দ্য ড্রুক গিয়ালপো (ভূটান ২০২৪) পুরস্কার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File