'রাজ্যের চারদিকে দুর্নীতি', মুখ্যমন্ত্রী ক্ষমা চাইলে ভাল হবে ওঁরই : বললেন রাজ্যপাল ধানখার

Thursday, December 21 2023, 2:33 pm
highlightKey Highlights

রাজ্যের মুখ্যমন্ত্রী বনাম রাজ্যপাল, এঁদের মতবিরোধ চলছে অনেকদিন ধরেই। গতকালের বিজেপির নাড্ডার গাড়ী ভাঙচুর ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই অনেক জল্পনার শুরু হয়েছে। উঠেছে নানা প্রশ্ন, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রক থেকে চাওয়া হয়েছে রাজ্যের আইন-শৃঙ্খলার রিপোর্ট। আজ রাজ্যপাল জগদীপ ধানখার প্রেস মিটে বলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর ক্ষমা চাওয়া উচিত। তাহলে লাভ হবে তাঁর নিজেরই। রাজ্যে মানবাধিকার বলে কিছু নেই, গতকাল মানবাধিকার দিবসে যা ঘটল তা গণতন্ত্রের পক্ষে লজ্জার। এমনকি রাজ্যপাল এও বলেছেন যে মমতা দায়িত্ব থেকে সরলে তিনি দায়িত্ব নেবেন, সংবিধানের ঊর্ধ্বে কেও নন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File