Operation Sindoor | 'অপারেশন সিঁদুর'-এ রাতভর কী কী ঘটল? জানালেন কর্নেল সোফিয়া কুরেশি, উইং কমান্ডার ভূমিকা সিং!
Wednesday, May 7 2025, 6:39 am

পহেলগাঁও হামলার ১৫ দিন পর ভারতের প্রত্যাঘাত 'অপারেশন সিঁদুর'। পাক ভূমি ও POKর ৯ জঙ্গি ঘাঁটিকে উড়িয়ে দিল ভারতীয় বায়ুসেনা।
পহেলগাঁও হামলার ১৫ দিন পর ভারতের প্রত্যাঘাত 'অপারেশন সিঁদুর'। পাক ভূমি ও POKর ৯ জঙ্গি ঘাঁটিকে উড়িয়ে দিল ভারতীয় বায়ুসেনা। রাতভর ঠিক কী কী ঘটল, বিশদ জানালেন দুই ভারতীয় মহিলা সামরিক অফিসার কর্নেল সোফিয়া কুরেশি, উইং কমান্ডার ভূমিকা সিং। প্রথমে হামলা চালানো হয় শুভান আল্লাহ মসজিদে তথা জইশ ই মোহাম্মদের সদর দপ্তরে, কোটলির মসজিদে লস্করের ঘাঁটিতেও অভিযান চালায় ভারত। পাকিস্তানের ভিতরে শিয়ালকোটের সার্জাল ক্যাম্পে ও মেহমুনা জোয়া ক্যাম্পেও হামলা করা হয়। সেখানে হিজবুলের ক্যাম্প ছিল।
- Related topics -
- দেশ
- ভারত
- অপারেশন সিঁদুর
- পাকিস্তান
- ভারতীয় সেনা
- ভারতীয় বায়ুসেনা
- সেনাকর্মী