Shubhanshu Shukla | ' প্রশিক্ষণপ্রাপ্ত নভোচরদের বড় টিম গঠন করতে হবে', প্রধানমন্ত্রীর সঙ্গে আর কী কী বিষয়ে আলোচনা করলেন শুভাংশু?
Tuesday, August 19 2025, 1:17 pm
Key Highlightsসোমবার শুভাংশু শুক্লা দেখা করেন প্রধানমন্ত্রী মোদির সঙ্গে। তাদের সেই আলোচনায় উঠে এল ভারতের মহাকাশ বিজ্ঞান নিয়ে ভবিষ্যতের পরিকল্পনা।
সম্প্রতি প্রথম ভারতীয় মহাকাশচারী হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ২০ দিন কাটিয়ে দেশে ফিরেছেন শুভাংশু শুক্লা। সোমবার তিনি দেখা করেন প্রধানমন্ত্রী মোদির সঙ্গে। তাদের সেই আলোচনায় উঠে এল ভারতের মহাকাশ বিজ্ঞান নিয়ে ভবিষ্যতের পরিকল্পনা। শুভাংশু প্রধানমন্ত্রীকে জানান, মহাকাশ বিজ্ঞানে এগোতে হলে ভবিষ্যতে প্রশিক্ষণপ্রাপ্ত নভোচরদের একটি বড় টিম গঠন করতে হবে। সেই সঙ্গে মহাকাশে মাধ্যাকর্ষণ অবস্থার চ্যালেঞ্জ, মহাকাশ স্টেশনে করা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার কথাও প্রধানমন্ত্রীকে জানিয়েছেন শুভাংশু।

