আবহাওয়া

WB Weather | শীতের ইউটার্ন! আরেকবার শীতের আমেজ পাবে বঙ্গবাসী! ১২ ডিগ্রিতে নামবে তাপমাত্রা

WB Weather | শীতের ইউটার্ন! আরেকবার শীতের আমেজ পাবে বঙ্গবাসী! ১২ ডিগ্রিতে নামবে তাপমাত্রা
Key Highlights

পুরুলিয়া জেলা জুড়ে শীতের দাপট দেখতে পাওয়া যাবে। এখানে সর্বনিম্ন তাপমাত্রার থাকতে পারে ১২ ডিগ্রি সেলসিয়াস।

সরস্বতী পুজো কাটতেই শীতের আবার ইউটার্ন! আরেকবার বঙ্গে শীতের আমেজ মিলবে দক্ষিণের বেশিরভাগ জেলায়। আবহাওয়া দফতর জানিয়েছে, পুরুলিয়া জেলা জুড়ে শীতের দাপট দেখতে পাওয়া যাবে। এখানে সর্বনিম্ন তাপমাত্রার থাকতে পারে ১২ ডিগ্রি সেলসিয়াস। তীব্র ঠান্ডা পরার সম্ভাবনা না থাকলেও দক্ষিণের জেলাগুলিতে হালকা ঠাণ্ডাভাব থাকবে। উত্তরের জেলাগুলোতেও শীতের দাপট বহাল রয়েছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, চলতি সপ্তাহে তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। তবে উত্তরবঙ্গের সব জেলাতেই ঘন কুয়াশার দাপট থাকবে।