Weather WB | আগামী ৪-৫ দিনের মধ্যে তাপমাত্রা বাড়বে ৪-৬ ডিগ্রি! কলকাতার তাপমাত্রা ৩৬ ছুঁইছুঁই, পশ্চিমের জেলায় ৪০!

আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহান্তে চড়চড়িয়ে বাড়বে তাপমাত্রার পারদ।
রবিবার পর্যন্ত বৃষ্টির কারণে কিছুটা স্বস্তিতে ছিল বঙ্গবাসী। দিনের বেলায় বসন্তের আমেজ, আর রাতে হালকা ঠাণ্ডাভাব। তবে এই সুখ বেশি দিনের নয়। আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহান্তে চড়চড়িয়ে বাড়বে তাপমাত্রার পারদ। কলকাতার তাপমাত্রা পৌঁছতে পারে ৩৬ ডিগ্রিতে। আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। পশ্চিমের জেলার তাপমাত্রা হতে পারে ৪০ ডিগ্রি। এদিকে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। উত্তরবঙ্গেও আগামী ৪ থেকে ৫ দিনে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।