Weather Update | বাংলার দিকে এগোচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু! ২৮ মে থেকে বাড়বে বঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা!

গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। এদিকে বঙ্গোপসাগরে তৈরী হচ্ছে নিম্নচাপ।
গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। এদিকে বঙ্গোপসাগরে তৈরী হচ্ছে নিম্নচাপ। এই আবহে হাওয়া অফিস জানালো, বুধবার থেকে রাজ্যে আরও বাড়বে বৃষ্টিপাত। এমনকি পাহাড়ি এলাকায় ধসের সতর্কতাও জারি করা হয়েছে।আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, বাংলার দিকে এগোচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। ফলে আজ, মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ হালকা, মাঝারি ও বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলাতে। বুধবার ২৮ মে থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।