আবহাওয়ামহাষষ্ঠীতে মহানগরে বৃষ্টির চোখ রাঙানি, আর্দ্রতার দাপটে গুমোট গরম বাড়ছে
পুজোয় এবার নিম্নচাপ, পূর্বাভাস রয়েছে বৃষ্টির। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকা বিক্ষিপ্ত বৃষ্টিতে ভেসেছে পঞ্চমীতেও। তবে আজ অর্থাৎ ষষ্ঠীতে আপাতত 'বৃষ্টি'হীন রয়েছে শহর। যদিও আকাশ শরতের নীল রঙ কিংবা পেঁজা তুলোর মেঘে সেজে নেই, বরং সকাল থেকেই আংশিক মেঘলা রয়েছে আকাশ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আজ সারাদিন মেঘাচ্ছন্নই থাকবে। পুজোর ষষ্ঠী কাটবে মেঘ-রোদ্দুরের লুকোচুরিতেই। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও পূর্ব মেদিনীপুর জেলাতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।