আবহাওয়া

Monsoon in West Bengal | দশ দিন আগেই উত্তরবঙ্গে ঢুকলো বর্ষা! কলকাতায় কবে থেকে প্রবেশ বর্ষার?

Monsoon in West Bengal | দশ দিন আগেই উত্তরবঙ্গে ঢুকলো বর্ষা! কলকাতায় কবে থেকে প্রবেশ বর্ষার?
Key Highlights

বৃহস্পতিবার মৌসুমী অক্ষরেখা বালুরঘাটের উপর দিয়ে গিয়েছে। মনে করা হচ্ছে, দক্ষিণবঙ্গের কলকাতায় বর্ষা ঢুকবে ১০ জুন।

উত্তরবঙ্গে ঢুকলো বর্ষা। মৌসম ভবন জানিয়েছে, আজ, ২৯শে মে উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। আবহাওয়াবিদরা জানিয়েছেন, উত্তরবঙ্গে সাধারণত বর্ষা ঢোকে ৮ জুন। ফলে নির্ধারিত সময়ের দশ দিন আগে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। বৃহস্পতিবার মৌসুমী অক্ষরেখা বালুরঘাটের উপর দিয়ে গিয়েছে। মনে করা হচ্ছে, দক্ষিণবঙ্গের কলকাতায় বর্ষা ঢুকবে ১০ জুন। ইতিমধ্যেই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টিপাত। এদিন উত্তরবঙ্গের সঙ্গেই উত্তর পূর্ব ভারতের রাজ্য ছাড়িয়ে সিকিম এবং বিহারের কিছু অংশেও ঢুকে গিয়েছে বর্ষা।