West Bengal Weather News | ৭মে পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সতর্কতা, আজও বৃষ্টি হতে পারে কলকাতা-সহ সব জেলাতেই!

আগামী ৭ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সতর্কতা জারি করলো হাওয়া দফতর।
আগামী ৭ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সতর্কতা জারি করলো হাওয়া দফতর। ৮ তারিখেও উপকূলবর্তী দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ, সোমবার শহর কলকাতা সহ বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টি হতে পারে। বিকেল, সন্ধের দিকে বজ্রবিদ্যুৎ সহ হাল্কা থেকে মাঝারি মাত্রায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মূলত এইসময় ঘূর্ণাবর্ত, নিম্নচাপ অক্ষরেখা তৈরি হওয়ার মাত্রা বাড়ে। এজন্য বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প বায়ুমণ্ডলে ঢুকে বজ্রগর্ভ মেঘ তৈরি করে, যার ফলে ঝড় বৃষ্টি হয়।