Canning | নাবালিকা ছাত্রীকে অশ্লীল মেসেজ! ক্যানিংয়ে আটক স্কুল প্রিন্সিপাল!

ক্যানিংয়ের নাবালিকা ছাত্রীকে অশ্লীল মেসেজ প্রিন্সিপালের। আটক অভিযুক্ত।
রাজ্যের শিক্ষাঙ্গনগুলিতে একের পর এক নারী নিগ্রহের ঘটনা। কসবা, জোকার পর এবার ক্যানিং। ক্যানিংয়ের নাবালিকা ছাত্রীকে অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগে গ্রেপ্তার প্রিন্সিপাল। ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের একটি বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে। নাবালিকার পরিবারের দাবি, দিনের পর দিন ওই ছাত্রীকে একাধিক নোংরা মেসেজ পাঠিয়েছে অধ্যক্ষ। এমনকি কাউকে জানালে পরীক্ষায় ফেল করানোর হুমকিও দেওয়া হয়। মাধ্যমিক পাশ করতেই মা বাবাকে ঘটনাটি জানায় নাবালিকা। বিষয়টি প্রকাশ্যে আসতেই প্রিন্সিপালকে গ্রেপ্তার করে পুলিশ।
- Related topics -
- রাজ্য
- উত্তর ২৪ পরগনা
- ক্যানিং
- যৌন হেনস্তা
- পুলিশ