West Bengal Name Change | পশ্চিমবঙ্গ থেকে 'বাংলা' হোক রাজ্য, সংসদে আর্জি তৃণমূল কংগ্রেসের

রাজ্যের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ‘বাংলা’ শব্দটি, তাই রাজ্যের নাম হোক বাংলা। সংসদে আর্জি তৃণমূল কংগ্রেসের।
রাজ্যের নাম বদলে বাংলা রাখা হোক, সংসদে দাবি করলো শাসক দল। এদিন রাজ্যসভার নতুন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সংসদে এই দাবি তুললেন। তাঁর মতে, রাজ্যের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ‘বাংলা’ শব্দটি, তাই রাজ্যের নাম হোক বাংলা। উল্লেখ্য, কোনও রাজ্যের নাম বদলাতে হলে রাষ্ট্রপতির সুপারিশে সংসদে বিল এনে দুই কক্ষেই সেই বিল পাশ করাতে হয়। ২০১৮তে বিধানসভায় সর্বসম্মতিতে রাজ্যের নাম পরিবর্তিত করার প্রস্তাবনা পাশ হয়। তবে কেন্দ্রীয় অনুমোদন মেলেনি।