শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের প্রায় অধিকাংশ জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা

Saturday, March 20 2021, 4:19 am
highlightKey Highlights

ভোটমুখী বাংলায় তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। শুষ্ক গরম অস্বস্তি বাড়াচ্ছে শহরবাসীর। সর্বোচ্চ তাপমাত্রার পারদ প্রায় ৩৭ ডিগ্রি। কিন্তু শনি এবং রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা, জানাচ্ছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝার শীতল হাওয়া এবং পুবালি গরম হাওয়ার মধ্যে সংঘাত তৈরি হয়েছে। আর এর দরুন রবি এবং সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর , পশ্চিম বর্ধমান ও বীরভূমে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। এছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File