Martyred Soldier | অনন্তনাগে নিখোঁজ হওয়া শহীদ জওয়ানদের দেহ ফিরলো দেশের বাড়িতে

Saturday, October 11 2025, 3:52 pm
Martyred Soldier | অনন্তনাগে নিখোঁজ হওয়া শহীদ জওয়ানদের দেহ ফিরলো দেশের বাড়িতে
highlightKey Highlights

শনিবার দুপুরে বীরভূমের রাজনগরের বাড়িতে এসে পৌঁছয় প্যারা কম্যান্ডো (স্পেশাল ফোর্স) সুজয় ঘোষ (২৮)-এর দেহ।


লক্ষ্মীপুজোর দিন দক্ষিণ অনন্তনাগে অপারেশন চলার সময়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নিখোঁজ হয়ে যান বাংলার দুই প্যারা কম্যান্ডো (স্পেশাল ফোর্স) সুজয় ঘোষ ও পলাশ ঘোষ। শুক্রবার বরফ ঢাকা পাহাড় থেকে দুই জওয়ানের নিথর দেহ উদ্ধার হয়। শনিবার দুপুরে শহীদ প্যারা কম্যান্ডো (স্পেশাল ফোর্স) সুজয় ঘোষ (২৮)এর দেহ পৌঁছয় তাঁর বীরভূমের রাজনগরের বাড়িতে। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রুকুনপুর পঞ্চায়েতের বলরামপাড়ার বাড়িতে সন্ধে নাগাদ এসে পৌঁছয় শহিদ পলাশ ঘোষের দেহ। দেহ পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকেরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File