আবহাওয়া

ফের নিম্নচাপের ভ্রুকুটি রয়েছে বঙ্গোপসাগরে, সামান্য বাড়তে পারে তাপমাত্রা!

ফের নিম্নচাপের ভ্রুকুটি রয়েছে বঙ্গোপসাগরে, সামান্য বাড়তে পারে তাপমাত্রা!
Key Highlights

মঙ্গলবারের তুলনায় আজ অর্থাৎ বুধবার সামান্য বৃদ্ধি পেল কলকাতা ও তার আশপাশের এলাকার সর্বনিম্ন তাপমাত্রা। বাংলার জেলাগুলির আবহাওয়ার কীরূপ থাকবে তা জানুন একনজরে

বাংলার জেলাগুলির আবহাওয়ার অবস্থা কমবেশি একই অবস্থা। ন্যূনতম তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা কম থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। উত্তরবঙ্গের দুই জেলায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

বঙ্গোপসাগরে আবারও সম্ভাবনা রয়েছে নিম্নচাপ তৈরির, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে কী বলছে আবহাওয়া দপ্তর

এদিন বিকেলে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১৮ নভেম্বর অর্থাৎ শুক্রবার সকালের মধ্যে গত কয়েকদিনের মতোই দার্জিলিং এবং কালিম্পং-এর কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী পাঁচ দিন আপাতত রাতের তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গে ১৮ নভেম্বর অর্থাৎ শুক্রবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলির রাতের তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না। তবে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৪ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা অন্য জেলাগুলির থেকে তুলনামূলক কম থাকবে।

এদিন সকালে কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আপাতত পরিষ্কার থাকারই সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। মঙ্গলবারের থেকে এই তাপমাত্রা সামান্যই বেড়েছে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭. ৪ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ।

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগর এলাকায় আগামী ২৪ ঘন্টায় একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। যার অভিমুখ পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে হওয়ার সম্ভাবনা। তারপর সেটি শক্তি বাড়িয়ে দক্ষিণ বঙ্গোপসাগরে পরবর্তী ৪৮ ঘন্টায় গভীর নিম্নচাপে পরিণত হবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। যার জেরে ১৭ নভেম্বরের মধ্যে আন্দামান ও নিকোবরে ভারী বৃষ্টি এবং ২০ নভেম্বর নাগাদ তামিলনাড়ু, পুদুচেরি, কাড়াইকালে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা কত ছিল আসুন তা একনজরে দেখে নেওয়া যাক

সর্বনিম্ন তাপমাত্রা

  • আসানসোল ১২.৬ (১১.৮) 
  • বহরমপুর ১৭ (১৭) 
  • বাঁকুড়া ১৫ (১৪.৪) 
  • বর্ধমান ১৭ (১৪.৬) 
  • কোচবিহার ১৫.১ (১৪.৬) 
  • দার্জিলিং ৮.২ (৮.২) 
  • কালিম্পং ১২.৮ (১২.৩) 
  • দিঘা ১৬.৩ (১৫.৫) 
  • কলকাতা ১৭.৬ (১৭.৪) 
  • দমদম ১৮.৪ ( ১৮.৬) 
  • কৃষ্ণনগর ১৭ (১৭) 
  • মালদহ ১৮.৪ (১৯.২) 
  • মেদিনীপুর ১৭.১ (১৬.১) 
  • শিলিগুড়ি ১৬.২ (১৬.৫) 
  • শ্রীনিকেতন ১৪.২ (১২.৫) 
  • সুন্দরবন ১৯.৫ (২০)

সর্বোচ্চ তাপমাত্রা

  • আসানসোল (২৯.৬) 
  • বহরমপুর (৩০.৪) 
  • বাঁকুড়া (২৯.৬) 
  • বর্ধমান (২৯) 
  • কোচবিহার (৩০.৬) 
  • দার্জিলিং (১৭) 
  • কালিম্পং (২২) 
  • দিঘা (৩০) 
  • কলকাতা (২৯.৭) 
  • দমদম (২৯.৪) 
  • কৃষ্ণনগর (২৯) 
  • মালদহ (২৯.১) 
  • মেদিনীপুর (৩০) 
  • শিলিগুড়ি (৩১.৪) 
  • শ্রীনিকেতন (২৮.২) 
  • সুন্দরবন (২৯)

Medicine Price | ১৩২টি ওষুধের দাম কমাল রাজ্যের স্বাস্থ্যদপ্তর! তালিকায় রয়েছে ক্যানসারের ওষুধ-সহ হৃদ রোগ, স্ট্রোক এবং নার্ভের ওষুধও!
SSC-Supreme Court | আপাতত স্কুলে পড়াতে পারবেন 'যোগ্য' শিক্ষকরা! চাকরিহারাদের সাময়িক স্বস্তি দিলো সুপ্রিম কোর্ট!
Supreme Court on Waqf | ওয়াকফ আইন নিয়ে কোনও অন্তর্বর্তীকালীন আদেশ দিল না শীর্ষ আদালত! আগামীকাল ফের শুনানি!
ATM on Train | চলন্ত ট্রেনের ভেতরে ATM পরিষেবা! অভিনব উদ্যোগ নিলো ভারতীয় রেলওয়ে!
USA Tariff for China | চিনের ওপর ২৪৫ শতাংশ পর্যন্ত ট্যারিফ চাপালো ট্রাম্প! শুল্ক নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই যুক্তরাষ্ট্র-চিনের!
Kultali | চাকরি নিয়ে দুশ্চিন্তা, সুইসাইড নোট লিখে আত্মহত্যা করলেন শিক্ষক!
SSC 2016 Panel Cancel | 'সোমেই প্রকাশ হবে যোগ্য-অযোগ্য তালিকা'- আশ্বাস শিক্ষামন্ত্র্রীর! জানালো ১২ সদস্যের প্রতিনিধি দল