রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা, সোম থেকে শুরু হতে পারে শীতের ছোট্ট ইনিংস
Thursday, December 21 2023, 2:26 pm
Key Highlights
বৃষ্টির পূর্বাভাস ছিলই। সেইমতো গতরাতে নামল বৃষ্টি। রাজ্যজুড়েই বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে।নিউটাউনে শিলাবৃষ্টির খবরও পাওয়া গিয়েছে। আজও রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় শিলা বৃষ্টি হতে পারে। কাল থেকে ফের পারদ পতনের সম্ভাবনা। আজ রাত থেকেই নামতে পারে তাপমাত্রা। বুধবার পর্যন্ত বজায় থাকবে শীতের আমেজ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। যা শনিবারের তুলনায় প্রায় ২ ডিগ্রি বেশি। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে সামান্য বেশি। বৃষ্টির পর সোমবার থেকে ফের শুরু হবে শীতের ছোট্ট ইনিংস, আগেই পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর।
- Related topics -
- আবহাওয়া
- আলিপুর আবহাওয়া দপ্তর
- শহর কলকাতা