পুজোর আগেই রাতের শহরে কড়া নজরদারি জারি করা হল

Thursday, December 21 2023, 2:33 pm
পুজোর আগেই রাতের শহরে কড়া নজরদারি জারি করা হল
highlightKey Highlights

পুজোর আগে গত শুক্রবার অর্থাৎ বিশ্বকর্মা পুজোর রাতে শহরের উত্তর থেকে দক্ষিণ ঘুরে চোখে পড়ল কড়া পুলিশি নজরদারি। পার্ক স্ট্রিট, রুবি, রাসবিহারী-সহ বিভিন্ন এলাকায় পুলিশি নজরদারির কড়াকড়ি যেমন দেখা গেল, তেমনই ব্রিটিশ ইন্ডিয়া স্ট্রিট, লেনিন সরণি, এসএন ব্যানার্জি রোড-সহ একাধিক জায়গায় অনেক নিয়মভঙ্গের ছবিও ধরা পড়ল। রাত যত বাড়ছিল ততই মত্ত বাইকচালকদের দাপাদাপি বাড়তে দেখা যায়। কলকাতা পুলিশ সূত্রে জানা যাচ্ছে , শুক্রবার গোটা শহরে সারা রাতই কড়া নজরদারি চলেছে। পার্ক সার্কাস, উল্টোডাঙা, গড়িয়াহাট, রুবি, ধর্মতলা, পার্ক স্ট্রিট-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন করা হয় বাড়তি পুলিশ। পুলিশ জানিয়েছে বিধিভঙ্গের অভিযোগে রাতভর অভিযান চালিয়ে ১৪২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File