দূর্গাপূজা নিয়ে কড়া নির্দেশিকা জারি করলো হাইকোর্ট, অঞ্জলি, সিঁদুর খেলায় ছাড় মিলবে কেবল জোড়া টিকায়
Thursday, December 21 2023, 2:33 pm
Key Highlightsএবার দূর্গাপূজায় অঞ্জলি দেওয়া যাবে কেবল করোনা টিকার দু’টি ডোজ নেওয়া থাকলে। এমনকি দু’টি ডোজ নেওয়া থাকলে দর্শনার্থীরা সিঁদুর খেলাতেও অংশ নিতে পারবেন নির্দ্বিধায়। দুর্গা পুজোর আগেই এই নয়া নির্দেশিকা জারি করলো কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার আদালত এর তরফ থেকে জানানো হয়েছে মুখে মাস্ক থাকলেও সিঁদুর খেলা এবং অঞ্জলি দেওয়া যাবে। সর্বাধিক ৪৫ জন দর্শনার্থী ঢুকতে পারবেন বড় মণ্ডপে এবং ছোট মণ্ডপের ক্ষেত্রে একসঙ্গে ১০ থেকে ১৫ জন ঢুকতে পারবেন বলে জানিয়েছে কলকাতা হাই কোর্ট।
- Related topics -
- কলকাতা হাইকোর্ট
- কোভিড গাইডলাইন
- দুর্গাপুজো
- রাজ্য

