Unemployment | পশ্চিমবঙ্গে বেকারত্বের হার ৯ শতাংশ, পুরুষদের ক্ষেত্রে হার ৮.৫ শতাংশ ও মেয়েদের হার ৯ শতাংশ
Thursday, September 26 2024, 6:32 am
Key Highlights
দেশের যুবপ্রজন্মের মধ্যে সর্বনিম্ন বেকারত্ব হারের নিরিখে প্রথম দশে পশ্চিমবঙ্গ।
দেশের যুবপ্রজন্মের মধ্যে সর্বনিম্ন বেকারত্ব হারের নিরিখে প্রথম দশে পশ্চিমবঙ্গ।কেন্দ্রীয় সরকারের ‘ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অফিসে'র তরফে যে পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে, তাতে পশ্চিমবঙ্গের যুবপ্রজন্মের (১৫ বছর থেকে ২৯ বছর) মধ্যে বেকারত্বের হার হল ৯ শতাংশ। পুরুষদের ক্ষেত্রে বেকারত্বের হার ৮.৫ শতাংশ। মহিলাদের ক্ষেত্রে বেকারত্বের হার কিছুটা ১০ শতাংশ। সার্বিকভাবে সর্বনিম্ন বেকারত্ব হারের নিরিখে মধ্যে দেশের মধ্যে নবম স্থানে আছে পশ্চিমবঙ্গ।
- Related topics -
- দেশ
- ভারত
- রাজ্য
- পশ্চিমবঙ্গ