শুভেন্দুর আবেদনের ভিত্তিতে দ্রুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখেন রাজ্যপাল জগদীপ ধনখড়
Thursday, December 21 2023, 2:33 pm
 Key Highlights
Key Highlightsতৃণমূলের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী গত বুধবার বিধায়কপদে ইস্তফা দেওয়ার পর তিনি আশঙ্কায় ভুগতে শুরু করেন। সেই পরিপ্রেক্ষিতে বুধবার রাতেই রাজ্যপাল জগদীপ ধনখড়কে একটি চিঠি লিখে জানান যে, তিনি ইস্তফা দেওয়ার পরেই তাঁকে এবং তাঁর কিছু অনুগামীদের পুলিশ-প্রশাসন ফৌজদারি মামলায় ফাঁসানোর চেষ্টা করছে। এই অবস্থা থেকে মুক্তি পাবার জন্য অনুরোধ করেন রাজ্যপালের কাছে। অতঃপর বৃহস্পতিবার সকালেই রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে এই আশঙ্কার বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেন। পাশাপাশিই বলেছেন, ‘রাজ্যের আইনশৃঙ্খলার যা পরিস্থিতি, তাতে আমাদের দু’জনের দ্রুত একসঙ্গে বসে আলোচনা করে পরিস্থিতির উন্নতি ঘটানো উচিত’।
-  Related topics - 
- মমতা ব্যানার্জী
- জগদীপ ধানকার
- মুখ্যমন্ত্রী
- রাজ্যপাল
- শুভেন্দু অধিকারী
- রাজ্য

 
 