রাজ্যআলাপন বন্দ্যোপাধ্যায়কে শোকজ নোটিশ মোদী সরকারের, দিতে পারে চার্জশিটও
পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যসচিব শ্রী আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সম্প্রতি কয়েকদিন ধরেই ফের রাজ্য-কেন্দ্র দন্দ্ব চলছিল। ৩১ শে মে, ২০২১ অর্থাৎ গতকাল ছিল তার কর্মজীবনের শেষ দিন। কিন্তু বর্তমান করোনা মহামারীর সময় রাজ্য সরকার আলাপন বন্দ্যোপাধ্যায়ের কর্মজীবনের মেয়াদ বৃদ্ধি করার জন্য আবেদন করেছিলেন। তাতে কেন্দ্র ইতিবাচক সাড়া দিলেও, তাঁকে দিল্লিতে বদলির কথা জানান। শেষ পর্যন্ত রাজ্য-কেন্দ্র টানাপোড়ের আবহেই তাঁকে অবসর নিতে হয়। আগামী ৩ বছরের জন্য রাজ্য সরকারের মুখ্য উপদেষ্টা হিসেবে কাজ করতে চলেছেন তিনি। কিন্তু কর্মজীবনের শেষ দিনে কেন্দ্রের নির্দেশ অমান্য করায় আলাপন বন্দ্যোপাধ্যায়কে এবার শোকজ নোটিশ দিল কেন্দ্র।