বোমা বিস্ফোরণ, গোসাবায় বাদামতলা এলাকায় গুরুতর জখম ৬ বিজেপি কর্মী
Saturday, March 6 2021, 5:43 am
Key Highlightsগোসাবায় বোমা বিস্ফোরণে গুরুতর জখম ৬ বিজেপি কর্মী।আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণ। গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটেছে গোসাবার বাদামতলা এলাকায়। আহতদের পরিবারের দাবি, অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার পথে, বিজেপি কর্মীদের লক্ষ্য করে বোমা ছোড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তৃণমূলের পাল্টা দাবি, সদ্য বিজেপিতে যোগ দেওয়া স্থানীয় নেতা বরুণ প্রামাণিকের মদতে বিজেপি কর্মী বলরাম মণ্ডলের বাড়িতে বোমা বাঁধা হচ্ছিল। তখনই বিস্ফোরণের ঘটনা ঘটে। গুরুতর জখম ৬ বিজেপি কর্মীকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।
- Related topics -
- রাজ্য
- বোমা বিস্ফোরণ
- গোসাবায়
- বিজেপি

