কার দখলে বাংলা? নবান্নের মসনদে কে বসবেন? প্রতীক্ষার প্রহর গুনছে বাংলা
Sunday, May 2 2021, 4:13 am
Key Highlightsশেষ মুহূর্তের কাউন্টডাউন চলছে। বাংলায় এবার কি পালাবদল ঘটবে নাকি পরিবর্তন? কার দখলে থাকবে নবান্ন? আর কিছু সময় পরেই জানা যাবে বাংলার বিধান। একদিকে হ্যাটট্রিক করে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরতে মরিয়া মমতা বাহিনী। অন্যদিকে, 'আসল পরিবর্তন' এনে সোনার বাংলা গড়তে মুখিয়ে রয়েছে পদ্মবাহিনী। আজ বাংলার ২৯২ আসনে ফল ঘোষণা। দুটি আসনে ভোটপ্রক্রিয়া স্থগিত হয়েছে।করোনায় প্রার্থীদের মৃত্যুর জেরে সামশেরগঞ্জ ও জঙ্গিপুর আসনে ভোটপ্রক্রিয়া স্থগিত হয়ে যায়। চলতি মাসেই নির্বাচন ওই দুই কেন্দ্রে।
উনিশের লোকসভা নির্বাচনে বাংলায় ১৮টি আসনে পদ্মফুল ফুটিয়ে অভূতপূর্ব উত্থান ঘটেছিল BJP-র। এদিকে, সর্বশক্তি দিয়ে BJP-কে রুখতে উঠে পড়ে লেগেছ জোড়াফুল শিবির।