৭ই মার্চ ব্রিগেডে জনসভা প্রধানমন্ত্রীর, প্রস্তুতি তুঙ্গে
Wednesday, March 3 2021, 4:34 am
Key Highlights৭ মার্চ ব্রিগেডে প্রধানমন্ত্রীর জনসভা। তার আগে প্রস্তুতিপর্ব খতিয়ে দেখলেন বিজেপির কেন্দ্রীয় ও রাজ্যের নেতারা। গেরুয়া শিবিরের দাবি, মোদীর ব্রিগেডে ১০ লক্ষ মানুষের ঐতিহাসিক সমাবেশ হবে। তা নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে তৃণমূল ও সিপিএম। মোদী, শাহ, নাড্ডা, তিন স্তম্ভে ভর করে বাংলায় জয়ের প্রাসাদ গড়তে মরিয়া বিজেপি। গেরুয়া শিবির সূত্রে খবর, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির সর্ব ভারতীয় সভাপতিকে সামনে রেখেই প্রচারে আরও তীব্রতা বাড়াবে দল। রাজ্য বিজেপির ইচ্ছে, বাংলায় ২৫ থেকে ৩০টি জনসভা করুন মোদী। অমিত শাহ এবং জেপি নাড্ডা ৫০টি করে জনসভা করতে পারেন। বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।