দক্ষিণ ২৪ পরগনাশুক্রবার অমাবস্যার কটাল সাথে নিম্নচাপের ভ্রুকুটি ফলে গঙ্গায় ৫ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে
নয়া বিপদের আশঙ্কা! শুক্রবার রয়েছে অমাবস্যার কটাল তার সঙ্গে নিম্নচাপের ভ্রুকুটি। সকাল থেকেই মোহনায় শুরু হয়েছে জোয়ার।সকাল থেকেই দিঘায় উত্তাল হচ্ছে সমুদ্র। ঢেউ বাড়বার আশঙ্কা রয়েছে। প্রশাসন থেকে জানা যাচ্ছে, গঙ্গায় ৫ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাসের উচ্চতা পৌঁছোতে পারে। উপকূল এলাকাতেও বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। কলকাতায় জোয়ার শুরু হবে দুপুর দুটোয়। জলোচ্ছ্বাসের উচ্চতা পৌঁছতে পারে প্রায় ১৭ ফুট। বিপদ এড়াতে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা, কাকদ্বীপ, সাগর, ফ্রেজারগঞ্জের বিভিন্ন এলাকায় মৎস্যজীবী ও সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে প্রশাসন ও মৎস্য দফতরের তরফ থেকে।