রাজনৈতিকসব জল্পনা কাটিয়ে অবশেষে কলকাতার ভোটার তালিকায় নাম উঠল, বিজেপির প্রার্থী হচ্ছেন মিঠুন চক্রবর্তী
অবশেষে সব জল্পনা উসকে কলকাতার ভোটার হলেন মিঠুন চক্রবর্তী। কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রের ভোটার হলেন মিঠুন। বোনের বাড়ির ঠিকানায় ভোটার হয়েছেন অভিনেতা। বিজেপিতে যোগদানের আগে বোনের বাড়িতে ওঠেন তিনি। তাঁর ভগ্নীপতি জানিয়েছেন, বেশিদিন নয়, কিছুদিন আগেই কলকাতার ভোটার হয়েছেন মিঠুন চক্রবর্তী। উল্লেখ্য, গত সাত মার্চ ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় বিজেপিতে যোগ দিয়েছিলেন মিঠুন। বিজেপিতে যোগদানের পর থেকেই তাঁকে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হতে পারে, এমন জল্পনা চলছে।