ভাটপাড়ায় আবারও বোমাবাজি, ভাটপাড়ার এক নম্বর কুলি লাইন এলাকায় এক জুটমিল শ্রমিকের মৃত্যু
Thursday, December 21 2023, 2:33 pm
Key Highlightsবোমাবাজির কবলে আবারও প্রাণ হারালো উত্তর ২৪ পরগনার ভাটপাড়া এলাকার এক বাসিন্দা। জানা যাচ্ছে ভাটপাড়ার এক নম্বর কুলি লাইন এলাকায় ওই জুটমিল শ্রমিককে নিশানা করেই ছুঁড়েছিল বোমাটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় জেপি যাদব নামে ওই জুটমিল শ্রমিকের। বোমার আঘাতে তাঁর ধড় থেকে মাথাটি আলাদা হয়ে যায়। ময়নাতদন্তে পাঠানো হয়েছে মৃতদেহটি। যে দুষ্কৃতী এই বোমা ছুঁড়েছিল, সেও জখম হয়েছে। তাকে আটকে রেখেছে ভাটপাড়া থানার পুলিশ।
- Related topics -
- উত্তর ২৪ পরগনা
- ভাটপাড়া
- বোমা বিস্ফোরণ
- মৃত্যু
- রাজ্য

