WB Weather | বৃহস্পতিবার থেকেই বদলাবে আবহাওয়া! একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস! সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও!

তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর, বৃহস্পতিবার থেকে বদলাতে চলেছে আবহাওয়া।
তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর, বৃহস্পতিবার থেকে বদলাতে চলেছে আবহাওয়া। বৃহস্পতিবার ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং হুগলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। এক বা দুটি অংশে শিলাবৃষ্টিও হতে পারে। সঙ্গে ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। অন্যদিকে, কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এবং ঝোড়ো হাওয়া বইবে। ইতিমধ্যে ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।