আবহাওয়াফাল্গুনেই রেকর্ড গরম, গত ১০ বছরে সর্বোচ্চ উষ্ণতম গ্রীষ্ম
ফাল্গুনেই নাজেহাল শহরবাসী। আবহাওয়াবিদরা বলছেন, এবার গ্রীষ্ম দীর্ঘ হবে। গত ১০ বছরের মধ্যে এবারই উষ্ণতম গ্রীষ্ম হবে দেশে। পূর্বাভাস মৌসম ভবনের। থাকবে অস্বস্তিও। মার্চের শুরুতেই চড়ছে পারদ। দক্ষিণে কুয়াশা, উত্তরে বৃষ্টি। আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট। বেলা বাড়তে অবশ্য কিছুটা পরিষ্কার হয় আকাশ। উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং , কালিম্পং , জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের কিছু অংশে হাল্কা বৃষ্টি হতে পারে। দক্ষিণেও বৃষ্টির ভ্রুকুটি। ভিজতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর।