আবহাওয়াফাল্গুনের সকালে বৃষ্টিস্নাত হল রাজ্যের দুই জেলা, আগামী ২৪ ঘণ্টা আংশিক মেঘলা আকাশ
বাঁকুড়া ও পুরুলিয়াতে সকাল থেকে শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। কলকাতা-সহ আরও কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস। বাঁকুড়া, পুরুলিয়া, ছাড়াও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বীরভূম ও পশ্চিম বর্ধমানে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টা আংশিক মেঘলা আকাশ। কয়েকটি জেলায় বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সকাল থেকে দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় আকাশ মেঘাচ্ছন্ন ছিল। বাড়ছিল গুমোট গরম। সকালেই পশ্চিমাঞ্চলের জেলাতে হল বৃষ্টি।