কলকাতার আবহাওয়া বদল , তৈরি হচ্ছে নতুন ঘূর্ণাবর্ত

Thursday, December 21 2023, 2:33 pm
highlightKey Highlights

প্রবল বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। শনিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানালো আবহাওয়া দপ্তর । এছাড়াও দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে এবং তার সাথে বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌসুমী অক্ষরেখা গোরখপুর থেকে পূর্বে সরে হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। শুক্রবার থেকে এটি ক্রমশ দক্ষিণের দিকে সরবে। উত্তরে রাজস্থান এবং দক্ষিণে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তামিলনাড়ু উপকূলে ঘূর্ণাবর্ত রয়েছে। দখিনা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে।শুক্রবার নাগাদ নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে পশ্চিম মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File