আবহাওয়া

নভেম্বরের ভোর জানান দিল শীতের আগমন বার্তা, মহানগরে দ্রুত পারদ পতন !

নভেম্বরের ভোর জানান দিল শীতের আগমন বার্তা, মহানগরে  দ্রুত পারদ পতন !
Key Highlights

মঙ্গলবারই শীতের হালকা আমেজ ছিল মহানগরে। কার্তিকের তৃতীয় সপ্তাহেই ভোরের দিকে বেশ হিমেল ভাব। আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল, বুধবার থেকেই পারদ নামবে দক্ষিণবঙ্গে, তাপমাত্রা নামতে পারে ২০ ডিগ্রির নীচে। বেলা বাড়লে চড়া রোদ ওঠার কথা বলে আবহাওয়া অফিস। সঙ্গে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। বুধবার শহরে ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা না নামলেও, বিভিন্ন জেলায় তাপমাত্রা নেমেছে । ২৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে আজ সর্বনিম্ন তাপমাত্রা ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের মতো জেলাগুলিতে তাপমাত্রা ১৬-১৮ ডিগ্রির আশপাশে। এছাড়াও, বেশ কয়েকটি জেলার তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নেমেছে। ফলে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভোরের দিকে শীতের আমেজ ধরা পড়েছে ।