Weather Update | হড়পা বানে ভাসতে পারে দার্জিলিং-কালিম্পং-সিকিম, সতর্কবার্তা জারি আবহাওয়া দপ্তরের
Thursday, October 2 2025, 2:41 pm

উত্তরবঙ্গ ও সিকিমে দশমী থেকে দ্বাদশী অর্থাৎ বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত চলবে ভারী বৃষ্টি।
বঙ্গোপসাগরে তৈরী হওয়া নিম্নচাপ দশমীতে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপের প্রভাবে বঙ্গের আকাশে কালো মেঘের ঘনঘটা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গ ও সিকিমে দশমী থেকে দ্বাদশী অর্থাৎ বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত চলবে অতি ভারী বৃষ্টি। জারি করা হয়েছে কমলা সতর্কতা। প্রবল বৃষ্টির জেরে পাহাড়ি নদীতে আচমকা হড়পা বানের ভয়ও সৃষ্টি হচ্ছে। দার্জিলিং, কালিম্পং, সিকিমে আচমকা ধস নামতে পারে। শুধু পাহাড়ি অঞ্চল নয়, অতিভারী বৃষ্টি হবে ডুয়ার্সেও। পর্যটকদের সতর্ক করেছে হাওয়া অফিস।
- Related topics -
- আবহাওয়া
- আবহবিদ
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- দার্জিলিং
- কালিম্পঙ
- সিকিম
- বৃষ্টিপাত
- হরপা বাণ