Mamata on SSC | ‘আমরা দু’মাসের মধ্যেই বিকল্প ব্যবস্থা করে দেব’! যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের আশ্বাস মমতার!

Monday, April 7 2025, 8:30 am
highlightKey Highlights

দিশা' দেখাতে আজ, সোমবার নেতাজি ইনডোরে চাকরিহারাদের সঙ্গে সমাবেশ করেন মুখ্যমন্ত্রী মমতা।


সুপ্রিম নির্দেশে চাকরি গিয়েছে প্রায় ২৬ হাজারের। বাতিল হয়েছে SSCর ২০১৬ এর গোটা প্যানেল। রাজ্যজুড়ে হাহাকার পরে চাকরিহারাদের। এঅবস্থায় 'দিশা' দেখাতে আজ, সোমবার নেতাজি ইনডোরে চাকরিহারাদের সঙ্গে সমাবেশ করেন মুখ্যমন্ত্রী মমতা। সেখানে যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের আশ্বস্ত করে মমতা বলেন, ‘আমরা দু’মাসের মধ্যেই বিকল্প ব্যবস্থা করে দেব। যোগ্যদের কারও চাকরি বাতিল হবে না। মানবিকতার খাতিরে সুপ্রিম কোর্ট আমাদের হাতে যোগ্য অযোগ্যের তালিকা তুলে দিক। ব্যাখ্যা দিক। ২ মাস কষ্ট করলে ২০ বছর শান্তিতে থাকতে পারবেন।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File