R G Kar | ”কত ফোর্স সেদিন রাখা উচিত ছিল, স্থির করতে পারিনি আমরা”, আরজিকরে হামলা নিয়ে 'ব্যর্থতা' মানলেন সিপি
Friday, August 16 2024, 1:34 pm

রাতে আর জি কর হাসপাতালে হামলা নিয়ে মুখ খুললেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল।
রাতে আর জি কর হাসপাতালে হামলা নিয়ে মুখ খুললেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। হামলার ঘটনার দেড় দিনের মাথায় সাংবাদিক বৈঠক করে ব্যর্থতা স্বীকার করলেন তিনি। প্রথমেই তিনি বলেন, “আরজিকরে সেদিন রাতে অত লোক ঢুকে পড়বে, আমরা আন্দাজ করতে পারিনি।আরজিকরে কত ফোর্স সেদিন রাখা উচিত ছিল, স্থির করতে পারিনি আমরা।” পুলিশের 'ব্যর্থতা' স্বীকার করে আরজিকরে ভাঙচুরের ঘটনায় ইতিমধ্যেই ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানালেন সিপি।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা পুলিশ
- ক্রাইম
পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File
পেয়ে যান দিনের সেরা খবরগুলো সরাসরি আপনার ইনবক্সে
আপনার ব্যক্তিগত তথ্য আমাদের সাথে সর্বদা সুরক্ষিত।