ওয়েস্ট বেঙ্গল জেনারেল সার্ভিসের টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং-এ নিয়োগের নয়া বিজ্ঞপ্তি প্রকাশ
Thursday, December 21 2023, 2:33 pm

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গ সরকারের টেকনিক্যাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট দফতরের অধীনে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। এই পদে আবেদনের ক্ষেত্রে বাংলা ভাষায় লেখা, পড়া ও কথা বলতে পারা অন্যতম আবশ্যক শর্ত। যাঁদের মাতৃভাষা নেপালি তাঁদের থেকে এটি বাধ্যতামূলক নয়। আপাতত নিয়োগ চুক্তি ভিত্তিক। তবে ভবিষ্যতে তা স্থায়ী হওয়ার সম্ভাবনা আছে। তবে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, ওয়েস্ট বেঙ্গল জেনারেল সার্ভিসের আওতায় টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং-এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে নিয়োগ করা হবে। মোট শূন্য আসন 2টি। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে অনলাইনে আবেদন প্রক্রিয়া।
- Related topics -
- ওয়েস্ট বেঙ্গল জেনারেল সার্ভিস
- রাজ্য