WB Weather | নববর্ষের প্রথমদিনই হবে মাটি? পয়লা বৈশাখে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস!

Monday, April 14 2025, 1:37 pm
highlightKey Highlights

নববর্ষের প্রথমদিন, পয়লা বৈশাখে দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করলো হাওয়া দফতর।


রাত পোহালেই বাঙালি স্বাগত জানাবে নতুন বছরকে। কিন্তু নববর্ষের প্রথমদিন, পয়লা বৈশাখে দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করলো হাওয়া দফতর। মঙ্গরবার বীরভূম, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরের একটি বা দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।৩০ থেকে ৪০ কিমি ঝড়ও হতে পারে। তবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায় ঝড় উঠবে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File