২রা মে ফলাফল! নতুন রূপে সাজছে বিধানসভা ভবন, জোরকদমে চলছে প্রস্তুতি
Wednesday, April 28 2021, 5:30 am
Key Highlightsএকদিকে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল গোটা দেশ; অন্যদিকে কাল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের অষ্টম এবং শেষ দফার ভোট। আগামী ২রা মে নির্বাচনের ফলাফল জানা যাবে। তার আগে প্রস্তুতি নিচ্ছে বিধানসভা ভবন। বর্তমান পরিস্থিতিতে ২৯৪ জন বিধায়কের একসাথে শপথগ্রহণ সম্ভব নয়, তা নিয়ে বিকল্প চিন্তা চলছে। আপাতত ভোটে জয়ের পর বিধানসভায় পা রেখেই যেই ফর্ম পূরণ করতে হয় নির্বাচিত জনপ্রতিনিধিদের, সেটি ছাপানোর কাজ চলছে।
- Related topics -
- রাজ্য
- বিধানসভা ভবন
- বিধানসভা নির্বাচন

