BGBS 2025 | আগামীকাল সূচনা হবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ২০২৫ এর! কোন কোন শিল্পপতিরা আসছেন এবার? বিশেষ আকর্ষণ কী?
আগামীকাল, ৫ই ফেব্রুয়ারি, বুধবার দুপুরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সূচনা হবে এবছরের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের।
আগামীকাল, ৫ই ফেব্রুয়ারি, বুধবার দুপুরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সূচনা হবে এবছরের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের। এবারের বাণিজ্য সম্মেলন আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ এবছর CII ও FICIর জাতীয় কর্মসমিতির বৈঠক বসছে নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারেই। এবারের সম্মেলনে যোগ দিচ্ছেন মুকেশ আম্বানি, সজ্জন জিন্দালদের মতো শিল্পপতিরা। মুখ্যমন্ত্রী জানান, মোট ২২টি দেশের প্রতিনিধিরা আসছেন। বিভিন্ন অ্যাম্বাসডররা আসছেন। আস্তে পারেন ভুটানের প্রধানমন্ত্রীও। রাজ্যের শিল্প মানচিত্রে এবার নতুন হল AI হাব।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- শহর কলকাতা
- মমতা ব্যানার্জী
- রাজ্য
- পশ্চিমবঙ্গ