Amazon Forest | আমাজনের অন্যতম গুরুত্বপূর্ণ উপনদীর জলস্তর নেমে চলেছে রেকর্ড পরিমাণে, বিপাকে বহু মানুষ

Tuesday, October 8 2024, 4:43 am
highlightKey Highlights

রেকর্ড পরিমাণে জল কমেছে আমাজনের অন্যতম গুরুত্বপূর্ণ উপনদীতে।


অনাবৃষ্টি আর প্রবল খরার দাপট। রেকর্ড পরিমাণে জল কমেছে আমাজনের অন্যতম গুরুত্বপূর্ণ উপনদীতে। বড়সড় প্রভাব পড়েছে জনজীবনে। ব্রাজিলের ভূতত্ত্ব বিভাগ জানিয়েছে আমাজনের অন্যতম উপনদী নেগ্রোর জলস্তর নেমে গিয়েছে রেকর্ড পরিমাণে। প্রবল খরার দাপটেই এমনটা হয়েছে বলে মনে করা হচ্ছে। সাধারণত নেগ্রো নদীর জলস্তর থাকে ২১ মিটারে। তবে বর্তমানে তা পৌঁছেছে ১২.৬৬ মিটারে। বলা বাহুল্য, এই নদীর উপর ভরসা করে দিন গুজরান করেন বহু মানুষ। ফলে নেগ্রো শুকিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তাঁরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File