Kolkata Metro | ফের মেট্রোর লাইনে জল! ব্যস্ত সময়ে ব্যাহত ব্লু লাইনের মেট্রো পরিষেবা!

বুধবার সকালে নেতাজি ভবন ও যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের মাঝে মেট্রো লাইনে ঢুকে গেল জল।
একদিকে যেমন শহর কলকাতার একাধিক নতুন রুটে মেট্রো পরিষেবা উন্নত হচ্ছে,মেট্রোর সংযোগ বাড়ছে তেমনই পুরনো লাইনে বাড়ছে সমস্যা। ফের গড়িয়া থেকে দক্ষিণেশ্বর সংযোগকারী ব্লু লাইনের বেহাল অবস্থা। বুধবার সকালে নেতাজি ভবন ও যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের মাঝে মেট্রো লাইনে ঢুকে গেল জল। প্রথমে আপ লাইন ও পরে ডাউন লাইনে জল ঢুকে যায় বলে খবর। এর ফলে ব্যস্ত সময়ে সম্পূর্ণ বন্ধ করে দিতে হয় ওই রুটের মেট্রো পরিষেবা। যদিও দুপুর ১২টা ১৬ মিনিটের পর থেকে ফের স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা।