জলের পাইপ ফেটে উত্তর ও মধ্য কলকাতার একাংশে পানীয় জলের সঙ্কট
কলকাতা পুরসভার তরফ থেকে জানানো হয়েছে, গত মঙ্গলবার বিকেলে পলতার ক্যান্টনমেন্ট এলাকায় বিনা অনুমতিতে সেনাবাহিনীর কাজ চলার সময়ে পুরসভার ১০ ইঞ্চির জলের পাইপ লাইন ফেটে যায় এবং গোটা এলাকা জলমগ্ন হয়ে যায়। টালার ট্যাঙ্কে যতটুকু জল মজুত ছিল তা বুধবার সকালে উত্তর-মধ্য ও দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে সরবরাহ করা গিয়েছে। পুরসভার তরফে জানানো হয়েছে বুধবার বিকেল সাড়ে ৩ টের পর থেকে জল সরবরাহ স্বাভাবিক হবে।
- Related topics -
- জেলা
- কলকাতা পৌরসভা
- পানীয়জল
- জল
- শহর কলকাতা