Space Junk | মহাকাশ থেকে পৃথিবীতে খসে পড়ছে বর্জ্য! বড়সড় সংঘর্ষের আশঙ্কা বিজ্ঞানীদের
Saturday, April 5 2025, 5:45 pm
Key Highlights২০২৪ সালেই ১২০০টি বস্তু মহাকাশ থেকে খসে পড়েছে পৃথিবীতে। বিজ্ঞানীরা জানাচ্ছেন, ১ সেমির বেশি আকারের বস্তুরই পৃথিবীতে আছড়ে পড়লে বিপদ হতে পারে।
মহাকাশে পা রেখেছে মানুষ। আর তার জেরেই মহাশুন্যে জমা হয়েছে অকেজো কৃত্রিম উপগ্রহ, রকেটের পরিত্যক্ত অংশ, মিশন সংক্রান্ত আবর্জনা যেমন লেন্স ক্যাপ বা সেপারেশন বোল্ট জাতীয় যন্ত্রপাতি। এক রিপোর্টে জানা গিয়েছে, মহাকাশে অন্তত ৪০ হাজার বস্তু ঘুরে বেড়াচ্ছে। গত সালেই ১২০০টি বস্তু মহাকাশ থেকে খসে পড়েছে পৃথিবীতে! বিজ্ঞানীদের আশঙ্কা, ১ সেমির বেশি আকারের বস্তুরই পৃথিবীতে আছড়ে পড়লে বিপদ হতে পারে। এছাড়াও কৃত্রিম উপগ্রহের সাথে বড়সড় সংঘর্ষের আশঙ্কাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
- Related topics -
- অন্যান্য
- মহাকাশচারী
- মহাকাশ
- মহাকাশযান
- বিজ্ঞান
- বিজ্ঞান ও প্রযুক্তি
- বিজ্ঞানী

