Wasim Akram | স্টেডিয়ামে 'ওয়াসিম আক্রম' -এর বিকৃত মর্মর মূর্তি! ফের ট্রোলড পাকিস্তান
Tuesday, June 10 2025, 6:09 am
Key Highlightsওয়াসিম আক্রমকে সম্মান জানাতে একটা পূর্ণাবয়ব মূর্তি বসানো হয়েছে হায়দরাবাদের নিয়াজ স্টেডিয়ামে। আর তা নিয়ে এখন রীতিমতো হাসাহাসি চলছে।
‘সুইং অফ সুলতান’ ওয়াসিম আক্রমকে শ্রদ্ধা জানাতে একটি মর্মর মূর্তি তৈরী করেছে পাকিস্তান। মূর্তিটি বসানো হয়েছে হায়দরাবাদের নিয়াজ স্টেডিয়ামে। মূর্তিতে দেখা যাচ্ছে, ১৯৯৯ সালের জার্সি পরে বোলিংয়ে উদ্যত ওয়াসিম আক্রম। বল করার সময় তাঁর শরীরের বিভঙ্গ যেমন থাকত সেরকমই আদল দেওয়া হয়েছে। তবে সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়াতেই মিমের বন্যা বইছে। ফ্যানেদের দাবি, মূর্তিতে ওয়াসিমের মুখের আদল এখনও মেলেনি। রীতিমতো বয়স্ক লাগছে তাঁকে। একজন ইউজার লিখেছেন, ‘মূর্তিটি ৯০ শতাংশ হতাশা এবং ১০ শতাংশ সিমেন্ট দিয়ে নির্মিত।’

